bjp wins nandigram cooperative election: ২০২৬-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দুর গড়ে ফের বড় জয় বিজেপির। নন্দীগ্রামের মনুচক সমবায় নির্বাচনে ৯-৩ এ হারাল তৃণমূলকে। জয়ের পর গেরুয়া আবির মেখে আনন্দে মাতে বিজেপির জয়ী প্রার্থী ও কর্মী-সমর্থকরা।