
Sukanta Majumdar: ‘এইবার পগার পার দিদিকে আমরা রিটায়ারমেন্টে পাঠাব!’ চরম ধুয়ে দিলেন সুকান্ত
Sukanta Majumdar: নদিয়ার (Nadia) তাহেরপুরে মোদীর (Narendra Modi) সভা থেকে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মমতার (Mamata Banerjee) সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা। ‘চোখে চোখ রেখে লড়াই করুন ইটের জবাব পাথর দিয়ে দিন’ । ‘বাংলার মানুষ ঠিক করে নিয়েছে এইবার পগার পার’ । ‘এইবার আমরা দিদিকে রিটায়ারমেন্টে পাঠাব’ ।