
kaliganj by election news: ভোটগণনা চলাকালীন কালীগঞ্জে মর্মান্তিক ঘটনা। তৃণমূলের বিজয় মিছিল থেকেই ছোড়া বোমায় অন্তিম পরিণতি ৯ বছরের বালিকার। এই ঘটনায় বিক্ষোভ দেখায় বিরোধীরা। বিজেপি প্রার্থী আশিস ঘোষ নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে। পাশাপাশি সকলেই ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের বিরুদ্ধে।