
Nepal Protest Today : বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। নতুন করে উত্তেজনা ছড়ালো কাঠমান্ডুর কালাঙ্কি এলাকায়। পিছু হঠল নেপালের সরকার, তবে থামছে না বিক্ষোভ। চলছে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খন্ডযুদ্ধ! গোটা কাঠমান্ডু এলাকা থমথমে। আগামীকাল পর্যন্ত স্কুল কলেজ বন্ধ।