BJP News: সরকারি জুলুমের অভিযোগ তুলে TMC ছেড়ে BJP-তে টোটো চালকরা!

Share this Video

BJP News: ধূপগুড়িতে টোটো রেজিস্ট্রেশনের নামে সরকারি জুলুমের অভিযোগ। তৃণমূলের (TMC) ইউনিয়ন ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন প্রায় ২০০ জন টোটো চালক। টোটো চালকদের অভিযোগ রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। জেলা নেতৃত্বের উপস্থিতিতে চালকেরা দলীয় পতাকা হাতে নেন।

Related Video