
srinjoy dasgupta news update : নিউটাউনের একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের নিথর দেহ। মৃত যুবক দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর মা রিঙ্কু ঘোষ। রিঙ্কু ঘোষ জানান, “গত দু’দিন ধরে ছেলেকে নিয়ে খুব টেনশনে ছিলাম। আমার বিয়ের পর থেকেই ও একটু আপসেট ছিল। কিছুদিন ধরে ও নার্ভের ওষুধও খাচ্ছিল না।” এদিন হাসপাতালে এসেছিলেন রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজা দাশগুপ্ত। হালিশহরের বিজপুর উত্তরপাড়া নবনগরের বাসিন্দা তিনি। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।