hooghly tmc inner clash news: ব্যান্ডেলে তৃণমূল নেতার জুলুমবাজির চাপ সহ্য করতে না পেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু। অভিযোগ এক লক্ষ টাকা 'তোলা' দাবি করে তৃণমূল নেতা দীনেশ তাঁর দলবল নিয়ে চড়াও হন মহম্মদ ফকিরের বাড়িতে। পরিবারের দাবি এই ঘটনায় প্রবল মানসিক চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হন ফকির এরপর তাঁর মৃত্যু হয়।