২৮ অগাস্ট ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি, তার আগে এটিকে মোহনবাগানের প্রধান কোচ জুয়ান ফেরান্দো কি বার্তা দিলেন দেখে নিন |
২৮ অগাস্ট ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি, এটিকে মোহনবাগানের প্রধান কোচ জুয়ান ফেরান্দো এই বিষয়ে বিবৃতি দেন | 'যুবভারতীর মাঠ ভর্তি দর্শক ও সমর্থকদের সামনে ডার্বি খেলতে নামা অত্যন্ত সম্মানের' - জুয়ান| 'সবুজ মেরুন সমর্থকদের ডার্বি নিয়ে আবেগ জানি, তাই ভার্বি জেতাটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি' - জুয়ান | 'আগে কী হয়েছে বা কটা ডার্বি জিতেছি সেটা নিয়ে ভাবতে রাজি নই ' বললেন জুয়ান ফেরান্দো | তিনি আরও জানান ম্যাচটা ' আমরাই যে জিতব এ ব্যাপারে একশো শতাংশ আশাবাদী আমি' | 'ডার্বি নিয়ে আমার ও দলের উপরও কোনও চাপ নেই' - জুয়ান|