ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক পেয়ে নজর কাড়ল মালদহের চাঁচলের পাঁচ বছরের খুদে সুচরিতা হালদার
ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত ২৬ ও ২৭ জুন ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| ওই বিভাগে এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৬ জন অংশ নিয়েছিল |অংশ নিয়েছিল দেশের বিভিন্ন রাজ্যের হাজারেরও বেশি খুদে প্রতিযোগী | সেখানে ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছে সুচরিতা হালদার |সুচরিতার বাড়ী মালদহের চাঁচলে | দেহশ্রী ব্যায়ামাগারে ছোট থেকেই যোগের প্রশিক্ষণ নিত সুচরিতা