শুক্রবার অশোকনগরে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুটিপুজার অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য ও মিহির বোস এসে ফিফার ভারতীয় ফুটবলকে নির্বাসন নিয়ে মন্তব্য করেন
অশোকনগরে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুটিপুজার আয়োজন হয় | এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য ও মিহির বোস | এই অনুষ্ঠানে এসে ফিফার ভারতীয় ফুটবলকে নির্বাসন নিয়ে তারা মন্তব্য করেন | তারা দুজনেই বললেন 'এটা ভারতীয় ফুটবলের বিশাল ক্ষতি '| এছাড়াও বললেন 'মহিলা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে না পারলে ফুটবলের ইতিহাসে একটা কলঙ্ক থেকে যাবে' |