বৃহস্পতিবার (৮ অগাস্ট), ৩৮ বছরে পা দিলেন রজার ফেডেরার। পুরুষদের টেনিস জগতের নকশাটাই বদলে দিয়েছেন এই টেনিস কিংবদন্তি। ইদানিং বিরাট কোহলির মতো অনেক ক্রীড়া তারকাকেই দেখা যাচ্ছে আমিষ খাওয়া ছেড়ে দিতে। নিরামিষাশী হয়ে ওঠার এই প্রবণতার কিন্তু ঠিক উল্টো পথে হেঁটেছেন রজার। জীবনের প্রথম ১৪টা বছর তিনি নিরামিষই খেতেন। তারপর আমিষ খাদ্যাভ্যাসে রপ্ত হন। জন্মদিনে এরকমই পাঁচটি তথ্য জেনে নিন, যা হয়তো আপনার জানা নেই।
বৃহস্পতিবার (৮ অগাস্ট), ৩৮ বছরে পা দিলেন রজার ফেডেরার। পুরুষদের টেনিস জগতের নকশাটাই বদলে দিয়েছেন এই টেনিস কিংবদন্তি। ইদানিং বিরাট কোহলির মতো অনেক ক্রীড়া তারকাকেই দেখা যাচ্ছে আমিষ খাওয়া ছেড়ে দিতে। নিরামিষাশী হয়ে ওঠার এই প্রবণতার কিন্তু ঠিক উল্টো পথে হেঁটেছেন রজার। জীবনের প্রথম ১৪টা বছর তিনি নিরামিষই খেতেন। তারপর আমিষ খাদ্যাভ্যাসে রপ্ত হন। জন্মদিনে এরকমই পাঁচটি তথ্য জেনে নিন, যা হয়তো আপনার জানা নেই।