আজ পালিত হচ্ছে ঐতিহাসিক মোহনবাগান দিবস | ১৯১১ সালের আজকের দিনেই শিল্ড জিতেছিল বাগানের স্বপ্নের একাদশ,গর্বের একাদশ |
আজ পালিত হচ্ছে ঐতিহাসিক মোহনবাগান দিবস | মাঝে ২ বছর করোনার কারণে সাড়ম্বরহীন ছিল এই দিনটি | ১৯১১ সালের আজকের দিনেই শিল্ড জিতেছিল বাগানের স্বপ্নের একাদশ,গর্বের একাদশ | মোহনবাগান দিবসে উপস্থিত হলেন বিধায়ক অতীন ঘোষ | তিনি জানান মোহনবাগান ক্লাবের ১১ জন ফুটবলারকেই মুক্তি সংগ্রামী আখ্যা দেওয়া যায় | মোহনবাগান ক্লাব শুধুমাত্র বাংলা ও বাঙালির কাছেই নয় দেশের মানুষের কাছে একটা আবেগ।