টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশামতোই নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে দিল ভারতীয় দল। এই নিয়ে চলতি প্রতিযোগিতায় টানা ২ ম্যাচ জয় পেল রোহিত শর্মার দল।
টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশামতোই নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে দিল ভারতীয় দল। এই নিয়ে চলতি প্রতিযোগিতায় টানা ২ ম্যাচ জয় পেল রোহিত শর্মার দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারানোর পর বৃহস্পতিবার ডাচদের রানে হারিয়ে দিল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত। ভারতীয় দল ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করেন। জবাবে ৯ উইকেটে ১২৩ রানে থেমে গেল ডাচদের ইনিংস। ফলে ভারতীয় দল ৫৬ রানে জয় পেল। পরপর ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে ভারত।