বিদেশের মাটিতে নয়া ইতিহাস গড়ল ভারত। আর সেই আনন্দেই মেতে উঠছে এখন গোটা ভারতের ক্রিকেট প্রেমীরা। আজিঙ্ক রাহানের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় ভারতের। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩২৮ রানে বিশাল টার্গেট চেজ করে ম্যাচে জয় পেল টিম ইন্ডিয়া। ব্রিসবেন টেস্টে প্রথম থেকেই হাড্ডাহড্ডি লড়াই চলছিল। আর সেখানেই এই ঐতিহাসিক জয় ভারতের। ৩২৮ রান তাড়া করতে নেমে প্রথমে শুভমান গিলের ৯১ রানের ইনিংস, চেতেশ্বর পুজারার ৫৬ রানের ধৈর্য্যশীল ইনিংস ও শেষে ঋষভ পন্থের ৮৯ রানের ম্যাচ ফিনিশিংয়ের সৌজন্যে সিরিজ জিতল ভারত। শুধু সিরিজ জয় নয় গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার অহংকারের ইতিহাসও ভাঙল ভারতীয় দল। ১৯৮৮ সালের পর থেকে অস্ট্রেলিয়া ব্রিসবেনে কোনও টেস্ট হারেনি। ভারত এর আগে কখনও গাব্বায় টেস্ট জেতেনি। দু'টি ছবিই বদলে দিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।