আজ আইপিএলে প্লে-অফের দ্বিতীয় ম্যাচ। আজ ম্যাচ হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। নকআউটে আজ একটি দল জিতবে। সেই দলকে শ্রেয়সের দলের মুখোমুখি হতে হবে পরের ম্যাচে। অপর দলকে বিদায় নিতে হবে এবারের আইপিএল থেকে। তাই আজকের ম্যাচে থাকবে টানটান উত্তেজনা। দুই দলই আগে ৭টি ম্যাচে জয়ী হয়ে এখন সমানে সমানে। দুটি ম্যাচে মুখোমুখি লড়াইয়ের পর আবারও দুই দল লড়াইয়ে নামছে। আগের দুটি ম্যাচের একটিতে জয় হয়েছিল হায়দরাবাদের। সেই ম্যাচে হায়দরাবাদ জয়ী হয়েছিল ৫ উইকেটে। অন্যটিতে হায়দরাবাদকে হারিয়ে জয়ী হয়েছিল আরসিবি সেই ম্যাচে হায়দরাবাদের জয় হয়েছিল ১০ রানে। টিকে থাকার লড়াইয়ে আজ আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ।