খেলার মাঠে মাহি আর পরিবারের কাছে মাহি দুটো যেন একেবারে অন্য মানুষ। মেয়ে জিভার সঙ্গে খেলার সময় সে যেন তার সমবয়সি। কখনও বরফ দিয়ে বানাচ্ছে কিছু তো কখনও ছুঁড়ছে বরফ। আর সাক্ষীর সঙ্গে মশকরা করার সুযোগ পেলে তো কোনও কথাই নেই। স্ক্রিপ্ট পড়তে গিয়ে বারবার তোতলাচ্ছেন সাক্ষী। আর তাই নিয়েই তাঁকে সোমানে খেপাচ্ছে ধোনি, তবে সাক্ষীও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে বলেই ছাড়বে।