টানা দু'মাসের লড়াই শেষ হতে চলেছে আজকের মেগা ফাইনালে। আজ আইপিএলের মেগা ফাইনাল। আজ ম্যাচ হবে দুবাই ইন্টার ন্যাশানাল স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ৭ টা ৩০ মিনিট থেকে। এবার ফাইনালের লড়াইয়ে নামছে শ্রেয়স আইয়ারের দল দিল্লি বনাম রোহিত শর্মার দল মুম্বই। এর আগে ৪ বার জয়ের মুকুট উঠেছিল মুম্বইয়ের মাথায়। অন্যদিকে দিল্লি এবার জয়ী হতে এটাই তাদের প্রথম আইপিএল জয় হবে। তাই আজ হাড্ডিহাড্ডি লড়াই দেখতে অপেক্ষারত ক্রিকেটপ্রেমীরা। এবার আইপিএলে প্রথম থেকেই দুর্দান্ত খেলে এসেছে এই দুই দল। তবে এর আগে তিনটি ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি খেলেছে দিল্লি। সেই সব কটি ম্যাচেই হার হয়েছে দিল্লির। এবার তাই ফাইনালে আশা করাই যায় দিল্লি প্রস্তুতি নিয়েই নামবে। অন্যদিকে রোহিত শর্মার দল কোনও অংশে কম যায়না। এবার আরও একবার জিততে চাইবেই তারা। এবার জিতলে ৫ বার আইপিএলের জয়ের মুকুট উঠবে তাদের মাথায়। তাই আজ লড়াই হবে হাড্ডাহাড্ডি সেটা বলাই বাহুল্য। প্রথম থেকে ম্যাচের বিচার করলে আশা করাই যায় আজ ফাইনালে রোহিত শর্মার দল জয়ী হবে। তবে দিল্লিও কোনও অংশে কম যায় না। তাই আজ লড়াইয়ে মুম্বইয়ের জেতার আশা থাকলেও দিল্লির মাথাও জয়ের মুকুট ওঠার সম্ভবনা একটা থেকেই যাচ্ছে।