আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে আরও একবার মাঠে নামছে রাজস্থান বনাম হায়দরাবাদ। আজ খেলা হবে খেলা হবে দুবাই ইন্টারন্যাশানল স্টেডিয়ামে। প্রথম ম্যাচের পর এটা দ্বিতীয়বার, দুই দল মাঠে নামছে এক সঙ্গে। আগের ম্যাচে ওয়ার্নারের দলকে হারিয়ে জয়ী হয়েছিল স্মিথের দল। সেই ম্যাচে স্মিথের দল রাজস্থান জয়ী হয়েছিল ৫ উইকেটে। হায়দরাবাদ এর আগে মোট তিনটি ম্যাচে জয়ী হয়েছে। অন্যদিকে রাজস্থান আগে চারটি ম্যাচে জয়ী হয়েছে। তাই দুই দলই এখন প্রায় সমানে সমানে। এবার দুই দলরেই পারফরমেন্স তেমন ভালো নয়। তবে আগের ম্যাচ থেকে বেশ ভালোই খেলেছে রাজস্থান। সেই ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ী হয়েছিল এই দল। আবারও আগের ফর্মে ফিরছে রাজস্থান। তবে এই ম্যাচে নিজেদের প্রমাণ করতে চাইবেই হায়দরাবাদ। তাই আজ ম্যাচে জেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি। এখন এটাই দেখার অপেক্ষা আজ আবারও দুই দলের লড়াইয়ে কোন দলের মাথায় ওঠে আজকের জয়ের মুকুট।