আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে পোলার্ড বনাম বিরাট। আজ খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথম ম্যাচের পর আবারও দুই দল মুখোমুখি লড়াইয়ে নামছে। এবার আইপিএলে মুম্বই -এর পারফরমেন্স বেশ ভালো। অন্যদিকে ব্যাঙ্গালোর -এর পারফরমেন্স তেমন ভালো নয়। তবে আগের ম্যাচে মুম্বইকে হারিয়ে জয়ী হয়েছিল ব্যাঙ্গলোর। সেই ম্যাচে সুপার ওভারে জয় হয়েছিল আরসিবি -এর। তবে সেই সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা, যার বদলে আজকের ম্যাচে দেখা যাবে কায়রন পোলার্ডকে। তাবে এই ম্যাচে মুম্বই চাইবেই জয়ী হতে। অন্যদিকে আরসিবিও চাইবে আরও একবার নিজেদের প্রমাণ করতে। তাই আজ আরও এক হাড্ডাহাড্ডি লড়াই দেখবে ক্রিকেটপ্রেমীরা। এখন এটাই দেখার কোন দল জেতে আজকের ম্যাচ। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কোন দল জেতে আজকের ম্যাচ, তার অপেক্ষাতেই এখন ক্রিকেটপ্রমীরা।