আরও একবার মুখোমুখি লড়াইয়ে শ্রেয়াস বনাম স্মিথ। খেলা হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। এবার আইপিএলে শ্রেয়াসের দলের পারফরমেন্স দুর্দান্ত। একের পর এক ম্যাচে জিতে চলেছে তারা। অন্যদিকে রাজস্থান তিনটি ম্যাচে জয়ী হয়েছে। এবার এখনও পর্যন্ত এই দল তেমন ভালো খেলতে পারেনি। সব ক্রিকেট প্রেমিদেরই আশা বেন স্টোক ফিরলে কেও আর আটকাতে পারবেনা রাজস্থানকে। রাজস্থানের সাপোর্টাররা সবাই বেন স্টোকের ফেরার অপেক্ষা করছেন এখন। এই দুই দল আগেও একটি ম্যাচে লড়াইয়ে নেমেছিল। সেই ম্যাচে রাজস্থানকে হারিয়ে জয়ী হয় শ্রেয়াসের দল। ৪৬ রানে হার হয়েছিল স্মিথের দলের। আজ আরও একবার দুই দল মাঠে নামছে। তাই এবার রাজস্থান চাইবেই দিল্লিকে হারাতে। তবে দিল্লির জেতার সম্ভবনা থেকেই যাচ্ছে। এখন এটাই দেখার দ্বিতীয়বারের লড়াইয়ে কে জেতে আজকের ম্যাচ।