কত কসরত করে অবশেষে ভাইপোর চুল কাটাতে পারলেন জেঠু ক্রুনাল , দেখুন সেই মজার ভিডিও
হার্দিক ও নাতাশার ছেলে অগাস্ত এখন প্রায় দুই বছর | অগাস্তর বাবা হার্দিক এখন ব্যাস্ত ইংল্যান্ডে ক্রিকেট খেলতে | আজই প্রথম এক দিনের ম্যাচ ইংল্যান্ডের সাথে | তাই হার্দিকের ছেলে অগাস্তকে সামলাচ্ছেন দাদা ক্রুনাল | ইতিমধ্যে ক্রুনাল আর অগাস্তর খুনসুটির মুহূর্ত ভাইরাল নেট মাধ্যমে | একটা সেলুনে ভাইপোকে চুল কাটাতে নিয়ে যায় জেঠু ক্রুনাল | অনেক কষ্টে অবশেষে সম্পন্ন হয় এই চুল কাঁটা মিশন | ইন্সটাগ্রামে ভিডিও দিয়ে ক্রুনাল লেখেন মিশন সম্পন্ন, আমাদের ছোট্ট কুমড়ো