কলকাতায় ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁর সঙ্গেই শহরে ফিরলেন আব্দুল আমির গণি। তিনিও ঋদ্ধিদের সঙ্গে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। নেটে ভারতীয় ব্যাটসম্যানদের বোলিং-এর জন্য গণি-কে নিয়ে যাওয়া হয়েছিল। সবদিক দিয়ে এবারের অস্ট্রেলিয়া সফর ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের কাছে এক বিশাল অভিজ্ঞতা। তারমধ্যে একদল অনভিজ্ঞ তরুণ ক্রিকেটারকে সঙ্গে করে রাহানে-শাস্ত্রীরা অস্ট্রেলিয়াকে দুরমুশ করে টেস্ট সিরিজ জয় করেছেন তা একটা দুর্দান্ত বিষয় বলেই মনে করছেন ঋদ্ধিমান। ব্রিসবেন টেস্টে ঋদ্ধি প্রথম একাদশে ছিলেন না। তাঁর বদলি ঋষভ পন্থ চতুর্থ টেস্টে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ঋদ্ধি কিন্তু তা বলে ঋষভের পারফরম্যান্সে এক্কেবারেই তীব্র প্রতিযোগিতা অনুভব করছেন না। ঋদ্ধি জানিয়েছেন, ঋষভ সুযোগ পেয়ে পারফরম্যান্স করেছে। তাঁর পারফরম্যান্স এবং তাঁর ব্যাটিং পিচ ও পরিস্থিতির পক্ষে সহায়ক ছিল। ঋষভের সামনে এখনও বিশাল সময় পরে রয়েছে জাতীয় ক্রিকেট দলের সেবা করার। তাঁর সতীর্থ সম্পর্কে এমনই মন্তব্য করেন ঋদ্ধি। নিজের প্রসঙ্গে জানান, তিনি দলে রয়েছেন, তবে প্রথম একাদশে তিনি থাকবেন কি থাকবেন না সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বিরাটহীন ভারতীয় দল যে সিরিজ জিতে নিতে সক্ষম সেটা অস্ট্রেলিয়া দল নাকি অনুমান-ই করতে পারেনি। এই বিষয়টি দুর্দান্ত বলে মনে করছেন ঋদ্ধি। দলের মধ্যে চোট-আঘাত এতটাই ছিল যে একটা সময় প্রথম একাদশ মাঠে নামানো নিয়েও সংশয় ছিল বলে জানিয়েছেন তিনি। এমন এক পরিস্থিতিতে যে ভাবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় হয়েছে তাতে অভিভূত ভারতীয় ক্রিকেট দলের সেরা উইকেটকিপার।