ভোট দিতে গিয়ে ফিরতে হল স্বামী-স্ত্রী -কে। ভোটের লিস্টে নাম আছে তবুও দেওয়া হল না ভোট। ভোট দিয়ে গিয়ে জনতে পারলেন মৃত তাঁরা। নন্দীগ্রামের বাসিন্দা সুভাষচন্দ্র পট্টনায়ক। তাঁর সঙ্গেই ঘটেছে এই ঘটনা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নিবেদিতা পট্টনায়কও। প্রিজাইডিং অফিসারের লিস্ট অনুযায়ী মৃত তাঁরা। বুথে ঢুকে তাঁরা জানতে পারেন সেই কথা। ভোট না দিয়েই তাই ফিরতে হল তাঁদের।