ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয় ও মারধর করা হয়। মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। শনিবার নন্দীগ্রামে সন্ত্রাস এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হরিপুরে হ্যালিপ্যাডে নেমে তিনি কেন্দামারি, চিল্লগ্রাম সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। সেখানে বাড়ি-বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেখানকার মানুষ। নিজেদের ক্ষোভ উগরে দেন রাজ্যপালের সামনে। তাদের দুর্দশা দেখে জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন রাজ্যপাল।