চতুর্থ দফা নির্বাচনে উত্তপ্ত একাধিক জেলা। উত্তপ্ত পরিস্থিতি জেলায় জেলায়। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর ওপর হামলা ছবি উঠে এল এবার। হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন তিনি। একাধিক জায়গায় তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। এই সময় বিজেপির লোকেরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে মারধোর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।