জেলায় জেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। ইতিমধ্যেই ৪ দফা নির্বাচন হয়ে গিয়েছে। পঞ্চম দফা নির্বাচনের আগে শুরু ভোট গ্রহণ। পোস্টাল ব্যালটের মাধ্যমে চলল ভোট গ্রহণ। ৮০ উর্দ্ধ বয়স্ক পুরুষ ও মহিলা ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার থেকে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রেই প্রতিবন্ধী এবং বৃদ্ধ-বৃদ্ধাদের ভোট নেওয়া কাজ শুরু করল জেলা নির্বাচন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বুথে বুথে লাইনে দাঁড়িয়ে ভোট না দিয়ে বাড়িতে বসেই ভোটদান করতে পেরে খুশি ভোটাররা।