পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে স্কুলের সামনে ভিড় জমাতে দেখা যাচ্ছে পড়ুয়াদের। এমনই এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন কোলে তিন দিনের সদ্যজাত সন্তানকে নিয়ে।
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে স্কুলের সামনে ভিড় জমাতে দেখা যাচ্ছে পড়ুয়াদের। এমনই এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন কোলে তিন দিনের সদ্যজাত সন্তানকে নিয়ে। এমনই ছবি দেখা গেল মালদহের হরিশচন্দ্রপুরের এক বেসরকারি হাসপাতালে। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, লিজা পারভীন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসিহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে দুপুরে চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন লিজা। এর পরেই তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। তবে পরীক্ষা দিতে মনবল হারাননি লিজা। বিদ্যালয় কর্তৃপক্ষ তার পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করেন ওই হাসপাতালেই। এদিন পুলিশি পাহারায় ও বিদ্যালয়ের একজন পরিদর্শকের তত্ত্বাবধানে নির্বিঘ্নে পরীক্ষা দেন লিজা। বুধবার ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। এদিন হাসপাতালের বিছানায় বসে তিনদিনের সদ্যজাত সন্তানকে কোলেই নিয়ে পরীক্ষা দিয়েছেন লিজা। লিজার এই চেষ্টা এবং মনোবলের প্রশংসা করছেন সকলেই।