চাপড়ার পাথুরিয়ায় খুন হল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম কুদ্দুস শেখ (৪০)। বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গা থেকে মেলে তাঁর দেহ। খুনের অভিযোগ উঠছে মৃতের স্ত্রী -এর বিরুদ্ধে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে অভিযোগ পরিবারের। মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিক মিলে খুন করেছে ভাইকে, এমনটাই জানাচ্ছেন মৃতের দাদা ও বোন। সূত্রের খবর, রাকিবুল সেখ নামে এক বাংলাদেশি যুবক দীর্ঘ চার-পাঁচ মাস ধরে কুদ্দুস শেখের বাড়িতে বসবাস করছিল। কুদ্দুস -এর স্ত্রী ওই যুবক রাখিবুলের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ঘটনা জানাজানি হতেই রাকিবুল কে তাড়িয়ে দেয় কুদ্দুস। এর পরেই বুধবার তাঁর দেহ মেলায় অভিযোগের তির মৃতের স্ত্রী -এর দিকেই। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।