
Murshidabad News: প্রশাসনের নাকের ডগায় ইতিহাস ধ্বংস! প্রাচীন তেলাংদীঘি ভরাট করে উঠছে অট্টালিকা
মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনের নাকের ডগায় ভরাট হচ্ছে ঐতিহাসিক তেলাংদীঘি। অভিযোগ, শতাব্দী প্রাচীন দিঘী ভরাট করে সেখানে নির্মাণ হচ্ছে অট্টালিকা। স্থানীয়দের দাবি, এই দিঘীর জলেই দীর্ঘদিন এলাকার চাষাবাদ চলত।
মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনের নাকের ডগায় ভরাট হচ্ছে ঐতিহাসিক তেলাংদীঘি। অভিযোগ, শতাব্দী প্রাচীন দিঘী ভরাট করে সেখানে নির্মাণ হচ্ছে অট্টালিকা। স্থানীয়দের দাবি, এই দিঘীর জলেই দীর্ঘদিন এলাকার চাষাবাদ চলত। দিঘী ভরাট হলে মুছে যাবে ইতিহাস, নষ্ট হবে পরিবেশ। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।