ভগবানগোলা থানার সুবর্ণমৃগি এলাকার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়িতে হামলা, অভিযোগ ইদ্রিস আলি লক্ষ লক্ষ টাকা তুলেছেন পঞ্চায়েতের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে
রাত প্রায় ন'টা নাগাদ বেশ কয়েকজন বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন | বাড়ির সামনে থাকা বেশ কয়েকটি চেয়ার ছুড়ে ফেলে এবং ভাঙচুর চালায় উত্তেজিত জনতা | ঘটনাটি সুবর্ণমৃগি এলাকায় বিধায়ক ইদ্রিস আলির বাড়িতে | অভিযোগ বিধায়ক ইদ্রিস আলি ব্লক ও অঞ্চল সভাপতি করার জন্য লক্ষ লক্ষ টাকা তুলেছেন | বিধায়কের ছেলে এলাকার কয়েকজন আশাকর্মীর থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন | বিধানসভার যেকোন কাজের টেন্ডার নিজের ছেলেকে পাইয়ে দিচ্ছেন বলে আরও অভিযোগ | ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিস | পুলিস আধিকারিক বলেন, এখনও অভিযোগ হয় নি, তবে তদন্ত করে দেখা হচ্ছে।