বামফ্রন্ট ছাড়া অন্য কোনও দল এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলের কর্মীর নামে পোস্টার। তৃণমূল কর্মীর নামে ভোট চেয়ে পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে। তৃণমূল কর্মীর দাবি বিরোধীরাই এমনটা করছে। অন্যদিকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মেদিনীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই ছবি।
বামফ্রন্ট ছাড়া অন্য কোন দল এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ঘোষণার আগেই মেদিনীপুর পৌর এলাকার দু নম্বর ওয়ার্ডে তৃণমুলের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ভোটের প্রচারে পোস্টারিং। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে শাসকদল এবং বিরোধী দল উভয়ের মধ্যেই। তবে প্রার্থীর দাবি- "আমাকে কালিমালিপ্ত' করতে এটা কেউ করেছে"। মেদিনীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এর প্রার্থী হিসেবে হঠাৎ পোস্টার দেখা গেল বৃহস্পতিবার সকালে। ওয়ার্ডের সিপাই বাজার সহ পাশাপাশি এলাকায় বেশ কিছু কম্পিউটার প্রিন্ট পোস্টারে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মান্তু আহমেদকে ভোট দিন। একাধিক জায়গায় এই ধরনের পোস্টার দেখা গিয়েছে। এটা রীতিমতো চমকে গিয়েছেন মান্তু আহমেদ নিজেই। স্থানীয় বাসিন্দা অমরেশ ভূঁইয়া এই নিয়ে বলেন, 'সকালে এলাকায় বেরিয়ে এরকম বহু জায়গায় দেওয়ালে পোস্টারিং দেখেছি আমরা। তবে কে বা কারা দিয়েছে তা জানিনা।' এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, এই দলের নিজস্ব নিয়ম-শৃঙ্খলা এমনিতেই ছিল না। যার ফলস্বরূপ এ ধরনের ঘটনা ঘটছে।