প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রার্থীর নামে পোস্টার ঘিরে ছড়াল চাঞ্চল্য

বামফ্রন্ট ছাড়া অন্য কোনও দল এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলের কর্মীর নামে পোস্টার। তৃণমূল কর্মীর নামে ভোট চেয়ে পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে। তৃণমূল কর্মীর দাবি বিরোধীরাই এমনটা করছে। অন্যদিকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মেদিনীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই ছবি। 
 

বামফ্রন্ট ছাড়া অন্য কোন দল এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ঘোষণার আগেই মেদিনীপুর পৌর এলাকার দু নম্বর ওয়ার্ডে তৃণমুলের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ভোটের প্রচারে পোস্টারিং। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে শাসকদল এবং বিরোধী দল উভয়ের মধ্যেই। তবে প্রার্থীর দাবি- "আমাকে কালিমালিপ্ত' করতে এটা কেউ করেছে"। মেদিনীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এর প্রার্থী হিসেবে হঠাৎ পোস্টার দেখা গেল বৃহস্পতিবার সকালে। ওয়ার্ডের সিপাই বাজার সহ পাশাপাশি এলাকায় বেশ কিছু কম্পিউটার প্রিন্ট পোস্টারে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মান্তু আহমেদকে ভোট দিন। একাধিক জায়গায় এই ধরনের পোস্টার দেখা গিয়েছে। এটা রীতিমতো চমকে গিয়েছেন মান্তু আহমেদ নিজেই। স্থানীয় বাসিন্দা অমরেশ ভূঁইয়া এই নিয়ে বলেন, 'সকালে এলাকায় বেরিয়ে এরকম বহু জায়গায় দেওয়ালে পোস্টারিং দেখেছি আমরা। তবে কে বা কারা দিয়েছে তা জানিনা।' এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, এই দলের নিজস্ব নিয়ম-শৃঙ্খলা এমনিতেই ছিল না। যার ফলস্বরূপ এ ধরনের ঘটনা ঘটছে। 
 

06:42Kultali Tiger Update : টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য03:29টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে04:44Mid Day Meal : বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে03:39নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য বারাসাতে!10:01Santipur : সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে01:48টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার কানিং-এ04:00‘বাংলাদেশ সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ ইউনূস সরকারকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী10:34Sonarpur : '৩ ফুট জায়গা দিলে ভালো হয়' সোনারপুরে প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন01:51বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়05:33Malda BSF News : বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! বিএসএফ দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম'