চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'। গ্রেফতার বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ার। উদয়নারায়ণপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
কয়েকজনকে চেকে টাকা ফেরত দিলে তা বাউন্স করে বলেও অভিযোগ। গ্রেফতার হাওড়ার উদয়নারায়ণপুরে গত বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী । গোটা ঘটনার সিআইডি তদন্তের দাবি চাকরিপ্রার্থীদের। আজ অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে