কামারহাটির তৃণমূলের প্রার্থী নিয়ে বিভ্রান্তি-বিক্ষোভ

কামারহাটিতে তৃণমূলের প্রার্থী নিয়ে বিভ্রান্তি। কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে বিভ্রান্তি। প্রথম দুই তালিকায় সেখানে নাম ছিল গৌরী মান্নার। তৃতীয় প্রার্থী তালিকায় বদলে যায় প্রার্থীর নাম, অভিযোগ গৌরী মান্নার। গৌরী মান্নার বদলে তৃতীয় প্রার্থী তালিকায় নাম রয়েছে মায়া দাসের। গৌরী মান্না দলীয় সিম্বলও পাননি বলে অভিযোগ। এই নিয়েই মঙ্গলবার বিক্ষোভ দেখান গৌরী মান্না।
 

দলীয় যে প্রথম প্রার্থী তালিকা বেরিয়েছিল তাতে নাম ছিল গৌরী মান্নার। এরপর পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সই করা দ্বিতীয় লিস্ট এও নাম ছিল গৌরী মান্নার । কিন্তু এরপর আরও একটি তালিকা বের হয় এবং তাতে নাম এসেছে মায়া দাসের এবং তাকে দলের পক্ষ থেকে সিম্বল  দিয়ে দেওয়া হয়েছে । এরপরই কামারহাটি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিনাথ ঘোষাল রোড এলাকায় সেবা সমিতি ক্লাবের সামনে সেই নিয়ে গৌরী মান্নার সমর্থকরা বিক্ষোভ দেখায় এলাকাজুড়ে । তাদের অভিযোগ প্রার্থী গৌরী মান্নাকে না জানিয়ে দলীয় সিম্বল মায়া দাস কে দিয়ে দেওয়া হয়েছে । আর সেই নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছে এলাকাজুড়ে । তাদের আরও অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলনেতা ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে পার্থ চ্যাটার্জি এবং সুব্রত বক্সীর সই করা লিস্টই ফাইনাল লিস্ট । তার পরেও অপর প্রার্থী মায়া দাসকে দলীয় সিম্বল দেয়া হয়েছে । ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন মদন মিত্রের পুত্র সোম মিত্র তিনিও এ কর্মী বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে কিন্ত কোন ভাবেই সে বিক্ষোভ সামাল দেওয়া যায় না ।
 

01:51বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়05:33Malda BSF News : বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! বিএসএফ দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম'04:55'আখতার আলীকে খুন করতে পারে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর06:06Kultali Tiger Video : বার বার হানা দিচ্ছে, সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন03:44বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন তুলে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী06:10রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা03:46Suvendu Adhikari : 'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর06:35Suvendu Adhikari : আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু10:26Suvendu Adhikari : 'টাটাকে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা বলেদিলেন শুভেন্দু03:36ফের বাঘের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রামবাসীরা! গ্রামে রাত পাহারায় বনদপ্তর