কামারহাটিতে তৃণমূলের প্রার্থী নিয়ে বিভ্রান্তি। কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে বিভ্রান্তি। প্রথম দুই তালিকায় সেখানে নাম ছিল গৌরী মান্নার। তৃতীয় প্রার্থী তালিকায় বদলে যায় প্রার্থীর নাম, অভিযোগ গৌরী মান্নার। গৌরী মান্নার বদলে তৃতীয় প্রার্থী তালিকায় নাম রয়েছে মায়া দাসের। গৌরী মান্না দলীয় সিম্বলও পাননি বলে অভিযোগ। এই নিয়েই মঙ্গলবার বিক্ষোভ দেখান গৌরী মান্না।
দলীয় যে প্রথম প্রার্থী তালিকা বেরিয়েছিল তাতে নাম ছিল গৌরী মান্নার। এরপর পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সই করা দ্বিতীয় লিস্ট এও নাম ছিল গৌরী মান্নার । কিন্তু এরপর আরও একটি তালিকা বের হয় এবং তাতে নাম এসেছে মায়া দাসের এবং তাকে দলের পক্ষ থেকে সিম্বল দিয়ে দেওয়া হয়েছে । এরপরই কামারহাটি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিনাথ ঘোষাল রোড এলাকায় সেবা সমিতি ক্লাবের সামনে সেই নিয়ে গৌরী মান্নার সমর্থকরা বিক্ষোভ দেখায় এলাকাজুড়ে । তাদের অভিযোগ প্রার্থী গৌরী মান্নাকে না জানিয়ে দলীয় সিম্বল মায়া দাস কে দিয়ে দেওয়া হয়েছে । আর সেই নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছে এলাকাজুড়ে । তাদের আরও অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলনেতা ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে পার্থ চ্যাটার্জি এবং সুব্রত বক্সীর সই করা লিস্টই ফাইনাল লিস্ট । তার পরেও অপর প্রার্থী মায়া দাসকে দলীয় সিম্বল দেয়া হয়েছে । ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন মদন মিত্রের পুত্র সোম মিত্র তিনিও এ কর্মী বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে কিন্ত কোন ভাবেই সে বিক্ষোভ সামাল দেওয়া যায় না ।