কুড়মি মাহাত সম্প্রদায়কে তপসিলি উপজাতিভুক্ত করা,কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলা,ঝাড়খন্ড এবং উড়িষ্যায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কুড়মি সমাজ । ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরণ্য শহর ঝাড়গ্ৰাম, প্রভাব পড়েছে শহরের সবজি বাজারে। পচে নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা সবজি।
কুড়মি মাহাত সম্প্রদায়কে তপসিলি উপজাতিভুক্ত করা সহ একাধিক দাবী | বাংলা,ঝাড়খন্ড এবং উড়িষ্যায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কুড়মি সমাজ | ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরণ্য শহর ঝাড়গ্ৰাম | প্রভাব পড়েছে শহরের সবজি বাজারে, পচে নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা সবজি | চরম সমস্যায় ঝাড়গ্ৰামের সব্জী ব্যবসায়ী থেকে শুরু করে চাষিরা | এই অবরোধে যেমন কমেছে সবজি বাজারে কাঁচা সবজির জোগান তেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেই সবজি বাজারে পাইকারি ক্রেতা | স্বাভাবিকভাবেই শুনশান ঝাড়গ্ৰাম সবজি মার্কেট