Krishnanagar : মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সর্বনাশ! কৃষ্ণনগরের সভাতেই খোয়া গেল ৩ মহিলার সোনার হার

Krishnanagar : মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সর্বনাশ! কৃষ্ণনগরের জনসভায় ভিড়ের সুযোগে ৩ মহিলার সোনার হার ছিনতাই। হার হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভুক্তভোগীরা। দেখুন ভিডিও।

Share this Video

Krishnanagar : মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার শখই কাল হলো! কৃষ্ণনগরের জনসভায় যোগ দিতে এসে চোরদের খপ্পরে পড়লেন তিন মহিলা। আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে।

ভীমপুর থানার হরিনগর থেকে আসা কনিকা পাল, বিজলী বিশ্বাস ও চন্দনা মন্ডল জানান, ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাঁদের গলার সোনার হার ছিনতাই করে পালিয়েছে। সভা শেষে যখন তাঁরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিষয়টি নজরে আসে। হার হারিয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েন ওই তিন মহিলা, ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। প্রশাসনের নাকের ডগাতেই এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Video