এক শিক্ষিকাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই স্কুলেরই অন্য এক শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রায়গঞ্জের সীজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ গত সোমবার ওই স্কুলেরই শিক্ষিকা মালা রবি দাসতে মারধর করে স্কুলের অন্যান্য কয়েকজন শিক্ষক শিক্ষিকা। তিনি অসুস্থ হয়ে পড়লেও তাঁকে কেউ সাহায্য করতে আসেননি বলে অভিযোগ।
এর পর এ দিন সকালে মালাদেবীকে স্কুলে পৌঁছতে যান তাঁর স্বামী সুজয় ভদ্র। অভিযোগ, স্কুলে গিয়ে রেখাদেবীকে পাল্টা মারধর করেন সুজয়বাবু। তার পাল্টা আবার অভিভাবকরা মিলে সুজয়বাবুকে পাল্টা মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত সুজয় ভদ্র এবং তাঁর স্ত্রী মালাদেবীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।