
SIR Hearing : নিজের মেয়ের নাম বলতে গিয়ে থতমত 'সাজানো বাবা'র ! বাংলাদেশি বধূর কীর্তিতে শোরগোল!
SIR Hearing : বাংলাদেশি পরিচয় লুকিয়ে ভারতীয় নথিপত্র! স্বরূপনগরে 'সাজানো বাবা' সাজিয়ে ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরির অভিযোগে বিডিও অফিসে শুনানি। সঠিক নথিপত্র না থাকলে নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে।
SIR Hearing : উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে এক বাংলাদেশি গৃহবধূর ভারতীয় নথিপত্র তৈরি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সারমিন সুলতানা ২০০৭ সালে ভারতে এসে স্থানীয় এক যুবককে বিয়ে করেন এবং আছিরউদ্দিন গাজী নামে এক ব্যক্তিকে 'সাজানো বাবা' পরিচয় দিয়ে আধার, ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরি করেন। সম্প্রতি নথিপত্রে ত্রুটি ধরা পড়ায় এবং এনামেরশন ফর্মে প্রকৃত বাবার নাম উল্লেখ করায় বিডিও তাকে শুনানির জন্য তলব করেন। স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় জানিয়েছেন, সঠিক নথিপত্র বা ম্যাপিং না থাকলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওই মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।