করোনার জেরে এবার বাতিল হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতি জানাল শিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি জানালেন পদ্ধতি। দশম শ্রেণীর ক্ষেত্রে গুরুত্ব পাবে নবম শ্রেণীর পরীক্ষার নম্বরও। এছাড়াও দশমের ইন্টারনালের ভিত্তিতে ফলপ্রকাশ করা হবে। দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি জানালেন মহুয়া দাস। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে একাদশ শ্রেণীর নম্বর গুরুত্ব পাবে। যোগ হবে দশম শ্রেণীর চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ। এছাড়াও দ্বাদশ শ্রেণীর প্র্যাক্টিকলের নম্বরও এর সঙ্গে যোগ হবে। এর পাশাপাশি মহুয়া দাস আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর নির্দেশ অনুযায়ী যদি কোনো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মনোনয়নে সন্তুষ্ট না হন তাহলে তাকে পরবর্তীতে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার মান গ্রহণ করা হবে এবং এই মান খারিজ করা হবে।