উত্তাল সমু্দ্রে উল্টে গিয়েছে মাছ ধরার ট্রলার। প্রাণে বাঁচার জন্য তার উপরে চড়ে বসেছেন মৎস্যজীবীরা। কাকদ্বীপ থেকে গভীর সমু্দ্রে গিয়ে শনিবার বিপদে পড়ে প্রায় দেড়শো ট্রলার। তার মধ্যে তিন থেকে চারটি ট্রলার ডুবে যায়। এর মধ্যে একটি ট্রলার এফবি নয়নের মৎস্যজীবীরা কোনওক্রমে ডুবন্ত ট্রালর থেকে বেরিয়ে এসে উল্টে যাওয়া ট্রলারের উপরে উঠে ভাসতে থাকেন। অন্য একটি ট্রলার থেকে সেই দৃশ্যই মোবাইলবন্দি করা হয়। আশপাশে থাকা কয়েকটি ট্রলার এগিয়ে এসে ওই মৎস্যজীবীদের উদ্ধার করে।
বাংলাদেশের জলসীমার কাছে বিপদে পড়েছিল ট্রলারগুলি। এর আগে অন্য একটি ট্রলারের ডুবে যাওয়ার মুহূর্তের ছবিও একইভাবে মোবাইলবন্দি হয়েছিল। ট্রলারডুবি কাণ্ডে এখনও পঁচিশজন মৎস্যজীবী নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী।