মালদহ বিমানবন্দরে যুবক-যুবতীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞ দল তলব পুলিশের, সিআইডি তদন্তের দাবিতে সরব দুই পরিবার।
মালদহ বিমানবন্দরে যুবক-যুবতীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ফরেন্সিক বিশেষজ্ঞ দল তলব পুলিশের, সিআইডি তদন্তের দাবিতে সরব দুই পরিবার। মালদহে বিমানবন্দরে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ দলের সাহায্য চাইল মালদহ পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। এদিন বিকেলে ঘটনাস্থলও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। এদিকে ঘটনার সিআইডি তদন্তের দাবিতে সরব হয় মৃতদের দুই পরিবার। সন্ধ্যা পর্যন্ত পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এসপি। প্রাথমিক তদন্তে দুর্ঘটনা মনে হলেও মৃত্যুর সঠিক কারণ ব্যাখ্যার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি মৃত দুজনের পরিবারের তরফে এদিন সিআইডি তদন্তের যে দাবি তোলা হয়েছে, সে বিষয়ে পুলিশ সুপার বলেন, কোনও এজেন্সি ঘটনার তদন্ত করলেও অসুবিধে নেই। সেক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।