বছর দেড়েকেই মোহভঙ্গ! বিধানসভা ভোটের মুখে পুরনো দলে ফিরলেন বিজেপি জেলা সহ-সভাপতি বিষ্ণু মেহেতা। পুরুলিয়া ভাঙন ধরল গেরুয়াশিবিরে।
১৯৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়, তখন থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পুরুলিয়া জেলার রঘুনাথপুরে অন্যতম দাপুটে নেতা ছিলেন বিষ্ণু মেহেতা। এক সময়ে তৃণমূলের জেলা সহ সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। বছর দেড়েক আগে বিজেপি যোগ দেন বিষ্ণু। সোমবার পুরুলিয়া শহরে জেলা তৃণমূলে কার্যালয়ে দলের জেলা সভাপতি-সহ অন্যন্য নেতাদের উপস্থিতিতে 'ঘরে' ফিরলেন তিনি।
উল্লেখ্য, স্রেফ পুরুলিয়াই নয়, লোকসভা ভোটে জঙ্গলমহলে ভরাডুবি হয়েছে তৃণমূলের। পুরুলিয়া লোকসভা আসন থেকে বিপুল ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতো। বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া ঘাসফুল শিবির। জেলা সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন, দলের পুরানো নেতা-কর্মীদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।