ভোটের মুখে তৃণমূলে 'ঘর ওয়াপসি'

  • জন্মলগ্ন থেকে ছিলেন তৃণমূলে
  • একদা দলের সহ সভাপতি ছিলেন বিষ্ণু মেহেতা
  • বছর দেড়েক আগে যোগ দেন বিজেপিতে
  • ভোটের মুখে পুরনো দলে ফিরলেন বিষ্ণু

বছর দেড়েকেই মোহভঙ্গ! বিধানসভা ভোটের মুখে পুরনো দলে ফিরলেন বিজেপি জেলা সহ-সভাপতি বিষ্ণু মেহেতা। পুরুলিয়া ভাঙন ধরল গেরুয়াশিবিরে। 

১৯৯৮ সালে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়, তখন থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পুরুলিয়া জেলার রঘুনাথপুরে অন্যতম দাপুটে নেতা ছিলেন বিষ্ণু মেহেতা। এক সময়ে তৃণমূলের জেলা সহ সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। বছর দেড়েক আগে বিজেপি যোগ দেন বিষ্ণু।  সোমবার পুরুলিয়া শহরে জেলা তৃণমূলে কার্যালয়ে দলের জেলা সভাপতি-সহ অন্যন্য নেতাদের উপস্থিতিতে 'ঘরে' ফিরলেন তিনি।  

উল্লেখ্য,  স্রেফ পুরুলিয়াই নয়, লোকসভা ভোটে জঙ্গলমহলে ভরাডুবি হয়েছে তৃণমূলের। পুরুলিয়া লোকসভা আসন থেকে বিপুল ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতো। বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া ঘাসফুল শিবির। জেলা সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন, দলের পুরানো নেতা-কর্মীদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

02:22দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য বর্ধমানে02:48দ্বন্দ্ব চরমে! অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর03:38কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম হুঙ্কার শুভেন্দু অধিকারীর, দেখুন02:14ফের পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ বাংলাদেশী! দালালের দৌরাত্বে অতিষ্ঠ ভারত04:29স্যালাইন কাণ্ড নিয়ে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে মমতাকে ধুয়ে যা বললেন01:59‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের02:25ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়01:52‘পশ্চিমবঙ্গে নিয়ম মানা হয় তাহলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের03:31'কে মরল ওনার কি যায় আসে! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর04:56Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে