ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কলকাতার দুর্গাপূজাকে, আগামীকাল মহামিছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে |
ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কলকাতার দুর্গাপূজাকে | আগামীকাল মহামিছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত | রাস্তার দুপাশে প্রাথমিক স্বাস্থ্য ও পানীয় জলের ব্যবস্থা | দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত সেন্ট্রাল এভিনিউর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে | গিরিশ পার্ক থেকে রেড রোড পর্যন্ত রাস্তার দু'ধারে এল ই ডি স্ক্রিন |