চালের বস্তার আড়ালে বহুমূল্য কাঠ পাচারের ছক, পাচারকারীদের ছক ভেস্তে দিল টিম সঞ্জয় দত্ত। চাল, আদা, তুষ এই তিন সামগ্রীকে কাজে লাগিয়ে পাচার হচ্ছিল বহুমূল্য কাঠ। কিছুতেই ধরা যাচ্ছিল না পাচারকারীদের। শেষ পর্যন্ত বন দফতরের বিশেষ অভিযানে মিলল সাফল্য। চাল, আদা, তুষের বস্তার আড়ালে পাচার হচ্ছিল বার্মা টিক। বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ৩১ নং জাতীয় সড়কের করতোয়া এলাকায় নাকা চেকিং শুরু হয়। সেখানেই ট্রাক বোঝাই চালের বস্তার আড়ালে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের বার্মা টিক (সেগুন কাঠ) উদ্ধার হয়। ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি। সে বিহারের বাসিন্দা। শুরু হয়েছে তদন্ত।
চালের বস্তার আড়ালে বহুমূল্য কাঠ পাচারের ছক, পাচারকারীদের ছক ভেস্তে দিল টিম সঞ্জয় দত্ত। চাল, আদা, তুষ এই তিন সামগ্রীকে কাজে লাগিয়ে পাচার হচ্ছিল বহুমূল্য কাঠ। কিছুতেই ধরা যাচ্ছিল না পাচারকারীদের। শেষ পর্যন্ত বন দফতরের বিশেষ অভিযানে মিলল সাফল্য। চাল, আদা, তুষের বস্তার আড়ালে পাচার হচ্ছিল বার্মা টিক। বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ৩১ নং জাতীয় সড়কের করতোয়া এলাকায় নাকা চেকিং শুরু হয়। সেখানেই ট্রাক বোঝাই চালের বস্তার আড়ালে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের বার্মা টিক (সেগুন কাঠ) উদ্ধার হয়। ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি। সে বিহারের বাসিন্দা। শুরু হয়েছে তদন্ত।