ক্রমশ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে গঙ্গার পাড়। মালদহের মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ও উত্তর চন্ডিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ক্রমশ নদীগর্ভে চলে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। । গ্রামের দিকে ক্রমশ এগিয়ে আসছে গঙ্গা। চিন্তায় ঘুম উড়েছে এলাকার মানুষদের। নদী বাঁধের দিকে এগিয়ে আসছে ভাঙন। দ্রুত ভাঙন রোধের কাজ শুরু প্রয়োজন। না হলে বড় বিপদের আশঙ্কা, জানাচ্ছেন গ্রামবাসীরা।