বহিষ্কৃত হওয়ার পরেও তৃণমূলের প্রতি অটুট ভালোবাসা

মলদহে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই সামনে এসেছে বহিষ্কৃতদের নামের তালিকা। বহিষ্কৃত হয়ে অনেকেই অন্যদলের থেকে ভোটে দাঁড়াচ্ছেন। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নির্দল প্রার্থী দেবাশিস ঠাকুর।

মলদহে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই সামনে এসেছে বহিষ্কৃতদের নামের তালিকা। বহিষ্কৃত হয়ে অনেকেই অন্যদলের থেকে ভোটে দাঁড়াচ্ছেন। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নির্দল প্রার্থী দেবাশিস ঠাকুর। দল ছাড়লেও শাসকদলের প্রতি ভালোবাসা রয়েছে তাঁর। এমনটাই সাফ জানিয়েদিলেন দেবাশিস ঠাকুর। জয়ী হয়ে পুনরায় তৃণমূলে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে পরিতোষ চৌধুরী মানতে নারাজ তাঁকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের চিঠি না পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, মালদহে দুই পুরসভার ১৪ জন প্রার্থীকে বহিষ্কার করছে তৃণমূল। পুরাতন মালদহ পুরসভার পাঁচ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইংরেজবাজার পুরসভার নয় নির্দল প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীকেও বহিষ্কার করা হয়েছে। পরিতোষবাবুর স্ত্রী নির্দল প্রার্থী হিসেবে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইংরেজবাজার পুরসভার চার নির্দল প্রার্থী দলের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করবেন, ঘোষণা তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সীর।

02:27বাংলাদেশে শান্তি ও চিন্ময় কৃষ্ণের মুক্তির কামনায় করা হয় অখণ্ড গীতা মহাযজ্ঞ! শান্তির বার্তা মানুষের03:33'ভোট নেই, আমরাও আর নেই, তুমি আমার, আমি তোমার' মুসলিমদের বড় বার্তা শুভেন্দুর06:58'ভারতের নতুন কাশ্মীর পশ্চিমবঙ্গ, আমরা কী শান্তিতে থাকতে পারব?' আশঙ্কা প্রকাশ অগ্নিমিত্রার05:38Arabul Islam Attacked : ভাঙড়ে তুলকালাম! ব্যাপক ভাঙচুর, কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়লেন আরাবুল ইসলাম02:45কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে উপচে পড়া শরণার্থীদের ভিড়! জোরালো হয়েছে পুলিশি নিরাপত্তা01:47কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী03:35Hooghly News Today: বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা চুঁচুঁড়া04:31Suvendu Adhikari : 'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে বিজেপি' মমতাকে চরম বার্তা শুভেন্দুর01:52Sundarbans News Today: বছরের শুরুতেই পর্যটকদের ঢল সুন্দরবনে! খুশির আমেজ চারিদিকে04:40Suvendu Adhikari : 'আর ১৫ মাস, বিজেপি ক্ষমতায় এলে ৩ লাখের ঘর বানিয়ে দেব' বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর