মলদহে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই সামনে এসেছে বহিষ্কৃতদের নামের তালিকা। বহিষ্কৃত হয়ে অনেকেই অন্যদলের থেকে ভোটে দাঁড়াচ্ছেন। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নির্দল প্রার্থী দেবাশিস ঠাকুর।
মলদহে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই সামনে এসেছে বহিষ্কৃতদের নামের তালিকা। বহিষ্কৃত হয়ে অনেকেই অন্যদলের থেকে ভোটে দাঁড়াচ্ছেন। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নির্দল প্রার্থী দেবাশিস ঠাকুর। দল ছাড়লেও শাসকদলের প্রতি ভালোবাসা রয়েছে তাঁর। এমনটাই সাফ জানিয়েদিলেন দেবাশিস ঠাকুর। জয়ী হয়ে পুনরায় তৃণমূলে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে পরিতোষ চৌধুরী মানতে নারাজ তাঁকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের চিঠি না পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, মালদহে দুই পুরসভার ১৪ জন প্রার্থীকে বহিষ্কার করছে তৃণমূল। পুরাতন মালদহ পুরসভার পাঁচ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইংরেজবাজার পুরসভার নয় নির্দল প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীকেও বহিষ্কার করা হয়েছে। পরিতোষবাবুর স্ত্রী নির্দল প্রার্থী হিসেবে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইংরেজবাজার পুরসভার চার নির্দল প্রার্থী দলের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করবেন, ঘোষণা তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সীর।