Viral Video: শরবতেরও ধর্ম আছে! পতঞ্জলির পণ্য়ের প্রচারের সময় 'শরবত জেহাদ'এর ডাক রামদেবের

Published : Apr 10, 2025, 06:33 PM IST
Yog Guru Baba Ramdev (Photo/ANI)

সংক্ষিপ্ত

Ramdev on Patanjali Sharbat: শবরতেরও মধ্যেই ধর্মীয় বিভাজন করে দিলেন বাবা রামদেব! নিজের সংস্থা পতঞ্জলির শরবতের প্রচার করেত গিয়ে সেখানেও জেহাদের ডাক দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। 

শবরতেরও মধ্যেই ধর্মীয় বিভাজন করে দিলেন বাবা রামদেব! নিজের সংস্থা পতঞ্জলির শরবতের প্রচার করেত গিয়ে সেখানেও জেহাদের ডাক দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে, সেই রামদেবকে শরবত জেহাদের ডাক দিতে দেখা গেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। যা নিয়ে ইতিমধ্যেই রামদেব বাবার মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

 

 

পতঞ্জলি নতুন একটি শরবত আনছে বাজারে। সেটিরই প্রচার করতে গিয়েছিলেন রামদেব। সেখানেই তিনি শরবত জেহাদের ডাক দিয়েছেন। পতঞ্জলি প্রোডাক্টস ফেসবুক অ্যাকউন্টে রামদেবের বিতর্কিত ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'আপনার পরিবার ও নিষ্পাপ শিশুদের কোল্ড ড্রিঙ্কস ও শরবত জিহাদের নামে বিক্রি হওয়া টয়লেট ক্লিনারের বিষ থেকে রক্ষা করুণ। বাড়িতে কেবত পতঞ্জলির শরবত ও জুস আনুন।' এই ভিডিওতে বাজারে বিক্রি হওয়া সফট ড্রিঙ্কস নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। রামদের বলেছেন, 'গ্রীষ্মর দাবদহে টয়লেট ক্লিনারের সমতুল্য বিষাক্ত সফট ড্রিঙ্কস রান করেন অনেকে। আরেক দল শরবত বিক্রি করেছে। তাদের উদ্দেশ্য হল সেই অর্থ দিয়ে সমজিদ আর মাদ্রাসা তৈরি করা।' তবে কারা এই আরেক দল- তা নিয়ে কোনও মন্তব্য করেননি রামদেব।

সমালোচকদের অনেকেই বলেছেন, রামদেব নিজের সংস্থার পণ্যের প্রচারে নাম না করে হামদর্দের রু আফজাকে নিশানা করেছে। কারণ তিনি বলেছেন, গোলাপ শরবত বিক্রি করা টাকা কাজে আসবে গুরুকুল, আচার্যকুল, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় ও ভারতীয় শিক্ষা বোর্ডের উন্নতির জন্য। এরপরই লাভ জেহাদের প্রসঙ্গ উত্থাপন করেন রামদেব। রামদেবের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সমালোচকদের অনেকেই বলেছেন, শরবরতেরও ধর্ম রয়েছে ত প্রমাণ করেছেন, যোগগুরু রামদেব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়