Viral Video: মাছ ধরার জালে পড়ল ভিনগ্রহী? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে- দেখুন আপনিও

Published : Mar 01, 2025, 10:52 AM IST
Aliens

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে একটি আজব প্রাণী। গোল দেখতে কিম্ভুতকিমাকর একটি প্রাণী। 

প্রাণ কী কেবল পৃথিবীতেই আছে নাকি মহাবিশ্বের অন্যত্র প্রাণী রয়েছে- দীর্ঘ দিন ধরেই এই নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। কল্পবিজ্ঞান থেকে শুরু করে বিজ্ঞান চর্চা এমনকি সিনেমা আর সাহিত্যেই ভিনগ্রহী একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রচুর গবেষণা হয়েছে ভিনগ্রহী আর তাদের মহাকাশ যান নিয়ে। কিন্তু এখনও তেমন সুফল পাওয়া যায়নি। এই অবস্থাতেই মৎস্যজীবীদের জালে এমন এক আজব প্রাণী ধরা পড়েছে যে আবারও উস্কে দিয়েছে ভিনগ্রহীদের নিয়ে জল্পনা।

সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে একটি আজব প্রাণী। গোল দেখতে কিম্ভুতকিমাকর একটি প্রাণী। যার সঙ্গে মিল রয়েছে মানুষের কল্পনার ভিনগ্রহী বা এলিয়নের। ইনস্টাগ্রামে শেযার করা হয়েছে ভিডিও। দ্রুত ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওর সত্যতা খতিয়ে দেখেনি এশিয়ানের নিউজ বাংলা। দেখুন সেই ভিডিওঃ

 

 

মার্কিন জেলে এরিক ওসিস্কি নিউ ইয়র্কের হাডসন ভ্যালিতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময়ই মাছ ধরার জালে পড়ে এই অদ্ভূত দর্শন প্রাণীটি। জুন মাসের ঘটনা। প্রাণীটি দেখতে অনেকটা মানুষের মাথার মত। দাঁত রয়েছে। মুখ দেখলে মনে হতেই পারে সেটি হাসছে, অনেকটা মানুষের মতই। কিন্তু কী এই প্রাণী? তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও নেটিজেনদের অনেকেই দাবি করেছেন এটি এই পৃথিবীর প্রাণী হয়। বিশ্বের অন্য কোনও স্থান থেকে এখানে এসেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়