বউ মোবাইলে যে ভিডিয়ো করে দেখে সবাই মজা নেয়, বউকে শিক্ষা দিতে স্বামী থানায় গিয়ে বুঝল ঠেলা

Published : Feb 28, 2025, 07:30 PM IST
Increase Reels Watch Time on Instagram

সংক্ষিপ্ত

যুবকের স্ত্রী সেজেগুজে নানা বিষয়ে রিলস করে জনপ্রিয় হতে চান। করেনও নানা ভিডিও। প্রথম প্রথম বউয়ের এইসব দেখে স্বামীও বেশ মজা পেতেন। গন্ডোগোল বাঁধল তৃতীয় পক্ষের উস্কানিতেই ।

সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কত বিয়েয় নিয়ে ঝামেলা বাধে। দুজনের মধ্য়ে তুমুল অশান্তিরও খবর মেলে । কিন্তু এই ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে সকলেই বলছেন এই এমন কি ঘটনা যার জন্য দুজনকেই থানায় ছুটতে হল । জানা গেছে দম্পতির কথা শুনে একপ্রকার মাথায় হাত পুলিশেরও। শেষে দুজনেই ধমক খেয়ে বাড়ি ফিরলেন। স্বামী-স্ত্রী থানা-পুলিশ করে যে কাণ্ড ঘটিয়েছেন তা নিয়ে নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, যুবকের স্ত্রী সেজেগুজে নানা বিষয়ে রিলস করে জনপ্রিয় হতে চান। করেনও নানা ভিডিও। প্রথম প্রথম বউয়ের এইসব দেখে স্বামীও বেশ মজা পেতেন। গন্ডোগোল বাঁধল তৃতীয় পক্ষের উস্কানিতেই । জানা যায়, সোস্যাল মিডিয়ায় বউয়ের রিলস দেখে নেটিজেনদের নানা মন্তব্য দেখে বিরক্ত হতে থাকেন স্বামী। এমকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরাও বিষয়টিকে নিয়ে ঠাট্টা মস্করা করতে শুরু করে স্বামীকে। আর এতেই রেগে যান স্বামী। লোকের হাসাহাসিতে স্বামী অপমানিত হয়ে বাড়ি এসে স্ত্রীকেই মারধর করে বলে অভিযোগ। অভিযোগ, বাড়িতে মদ খেয়ে এসে স্ত্রীকে মারধর করে স্বামী। এরপর এই অশান্তির নিষ্পত্তি চেয়ে স্বামী-স্ত্রী দুজনেই থানায় চলে যায়।

থানায় গিয়ে পুলিশের সামনে সমস্ত ঘটনা স্বামী-স্ত্রীর খুলে বলতেই অভিযোগ শুনে তাজ্জ্যব হয়ে যান পুলিশও। তবে স্ত্রীর রিলস বানানো নিয়ে আত্মীয়-বন্ধুদের মস্করা শুনে কখনোই স্ত্রীকে মারধর করা যায় না। এ কাজ আইনত অপরাধ মনে করিয়ে দিয়ে স্বামীকে ধমক দেয় পুলিশ। খবর মিলেছে শেষপর্যন্ত দু'জনকেই বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। দুজনের অভিযোগ শোনার পর ওই দম্পতিকে তাদের দুটি ছোট বাচ্চার ভবিষ্যতের কথা স্বরণ করিয়ে স্বাভাবিক আচরণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নালিশ করতে যাওয়া দম্পতি দুজনকেই কাউন্সেলিং করে পুলিশ থানা থেকে বাড়ি পাঠিয়ে দেয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়