সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী দেখা যাচ্ছে রানওয়ে থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিল বিমানটি। ধাক্কা খায় একটি পাঁচিলে।
ঠিক কী করে দুর্ঘটনার কবলে পড়ল দক্ষিণ কোরিয়ার বিমান? তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। জেজু এয়ারের বিমানে ছিল ১৮১ জন যাত্রী। এখনও পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম। দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে ঠিক কী করে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী দেখা যাচ্ছে রানওয়ে থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিল বিমানটি। ধাক্কা খায় একটি পাঁচিলে। তারপরই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি প্রথমে রানওয়ের ওপরই ছিল। সামনে দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তারপরই আচমকা রানওয়ে থেকে সরতে শুরু করে। সেই সময় বিমান যে পাইলটের নিয়ন্ত্রণে ছিল না তা অনেকটাই স্পষ্ট হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিও থেকে। তারপরই দেখা যায় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে। বিমানের সামনের দিকে আগুন লেগে যায়। যদিও বিমানের সামনের দিক ভস্মীভূত হলেও বিমানের পিছনের দিক অক্ষত রয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা
ভিডিও দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, বেলি ল্যান্ডিং করাতে চেয়েছিলেন পাইলট। বিমানের ল্যান্ডিং গিয়ার ঠিকমত কাজ না করলে এজাতীয় ল্যান্ডিং করা হয়। ভিডিও অনুযায়ী বিমানের ল্যন্ডিং গিয়ার প্রসারিত ছিল না। সংবাদ সংস্থা জানাচ্ছে এখনও পর্যন্ত বিমান থেকে দুই জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রয়েছে দমকল কর্মীরাও। আগুন নেভানোর কাজ চললেও উদ্ধার কাজ জারি রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।