
এমনই মদের ঘোর, যে পাত্রীর বদলে নিজের বন্ধুর গলায় মালা পরিয়ে দিলেন বর। আর তারপরেই কার্যত, হুলুস্থুল কাণ্ড। রেগে গিয়ে গোটা বিয়েটাই ভেঙে দিলেন কনে। আর তার জেরেই মুখ গোমড়া করে ফিরে যেতে হল বর এবং বরযাত্রীদের।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বারেলিতে এই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
জানা গেছে, গত শনিবার পিলভিটের বারখেদা থেকে বারেলিতে বিয়ে করতে এসেছিলেন এক যুবক এবং সঙ্গে ছিলেন বরযাত্রীরাও। বিয়ের আসর বসেছিল বারেলির কিলোদিয়াতে। কিন্তু পাত্রীর পরিবারের সদস্যরা গিয়ে দেখেন, কার্যত মত্ত অবস্থায় বিয়ে করতে এসেছেন স্বয়ং বর। এমনকি, তাঁর বন্ধুরাও পুরোপুরি মত্ত। এরপর বরের ওই অবস্থা দেখে আপত্তি তোলেন কনের পরিবার।
তারপর অনেক কথাবার্তার পর বিয়ে কিছুটা এগোয়। কিন্তু মালাবদলের সময় ফের একবার বিপত্তি ঘটে। মদের নেশায় কনের বদলে পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুর গলাতেই মালা পরিয়ে দেন বর। আর তারপরেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় কনের। সঙ্গে সঙ্গে বিয়ের মঞ্চ ছেড়ে উঠে যান তিনি।
পরিবারের সদস্যরা তাঁকে অনেক বুঝিয়েও কিছুতেই রাজি করাতে পারেননি। এরপর বর এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পাত্রীর বাবা। জানা গেছে, তারপর পুলিশ এসে পাত্র এবং তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদও করে। তাদের বিরুদ্ধে যৌতুক নিয়ে হয়রানি এবং সম্মানহানির মামলা করা হয়েছে।
‘ভারত সমাচার’নামে একটি হিন্দি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিও দেখে ফেলেছেন। খুব স্বাভাবিকভাবেই লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে। তবে সেই ভিডিও দেখে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন নেট নাগরিকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।